গত কয়েকদিন হলো চিন্তা করছি একটা ইন্ট্রো ভিডিও তো দরকার, ভিডিও ব্লগগুলোর জন্য। আইডিয়া খুঁজলাম ইউটুবে , ভিডিও এডিটিং কেমনে করতে হবে তাও দেখে নিলাম। কয়েক ঘন্টা লাগলো পুরো আইডিয়াটাকে এক্সিকিউট করতে। এন্ড প্রোডাক্ট খারাপ মনে হচ্ছে না।
পরবর্তী ভার্শনে ইউটুব এবং অন্য সোশ্যাল মিডিয়ার আইকন গুলো যুক্ত করবো।